ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রহনপুরে জনসেবা ক্লিনিকে ফের ভুল, এবার জীবিতকে মৃত ঘোষণা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ১২, ২০২০
রহনপুরে জনসেবা ক্লিনিকে ফের ভুল, এবার জীবিতকে মৃত ঘোষণা!

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জনসেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক আবারো ভুল রির্পোট দিয়েছে।এবার মায়ের গর্ভের জীবিত সন্তানকে মৃত বলে রির্পোট দিয়ে গর্ভপাত করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে দুই দফা ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে ক্লিনিকটির বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার রহনপুরে অবস্থিত জনসেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাফির ভুল রিপোর্টের কারণে গর্ভের সন্তান হারাতে বসেছিলেন এক অন্তঃসত্ত্বা।

 

বৃহস্পতিবার ( ৭ মে) উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি এলাকার মোস্তাক আলীর প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফেরদৌসি বেগম (৩৫) তার সন্তানের অবস্থা জানতে ওই ক্লিনিকের চিকিৎসক মোজাম্মেল হকের কাছে আল্ট্রাসনোগ্রাফি করেন।  
রিপোর্টে তার সন্তানকে মৃত দেখানো হয় এবং তাকে ডিএনসি (গর্ভপাত) করার পরামর্শ দেওয়া হয়।

রিপোর্ট নিয়ে তাদের সন্দেহ হলে তারা পরের দিন শুক্রবার (৮ মে) রহনপুর জেনারেল হাসপাতাল ও আলমদিনা ক্লিনিকে পুনরায় দুদফা আল্ট্রাসনোগ্রাফি করেন। পরীক্ষায় দুটি রিপোর্টেই তাদের সন্তান জীবিত ও সুস্থ রয়েছে বলে বলা হয়। ভুল রিপোর্ট দেওয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার দেওয়া রিপোর্টের বিষয়ে ভুল স্বীকার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

উল্লেখ্য এর আগে গত ১১ এপ্রিল রাতে ওই ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি এবং গত বছর একই কারণে এক রোগীর মৃত্যু হয়। এদিকে একই ক্লিনিকে একই চিকিৎসক বার বার ভুল চিকিৎসা দিলেও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।