ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ ল্যাবে নতুন করোনা শনাক্ত ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২০
নারায়ণগঞ্জ ল্যাবে নতুন করোনা শনাক্ত ২৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের ল্যাবে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

রোববার (১৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়। এর আগে শনিবার ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তিনি জানান, শনিবার হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস ও নাসিকের ১৮৮ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়। নমুনায় ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এর আগে সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ২৪ ঘন্টায় ২২ জন আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংবাদ জানায়। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৬৩১ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬৩ জনের আর সুস্থ হয়েছেন ৪২১ জন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।