ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিসের মাস্টার মজিবর রহমানকে (৫০) গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ পোস্টমাস্টার মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর পৌনে দুইটার দিকে বল্লাবাজার পোস্ট অফিসের মাস্টার মজিবর রহমান কালিহাতী উপজেলা সদর পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বল্লাবাজার সাবপোস্ট অফিসে যাওয়ার সময় স্থানীয় তাঁত বোর্ডের সামনে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী তাদের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা মজিবর রহমানের ডান পায়ে পর পর দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পশ্চিম দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মজিবর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আ. মাতিন তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন। এর পর খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।

কালিহাতী উপজেলা সদর পোস্ট অফিসের মাস্টার আ. মোমিন জানান, রোববার দুপুর দেড়টার দিকে বল্লাবাজারের পোস্ট মাস্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বল্লাবাজার সাবপোস্ট অফিসে যাওয়ার সময় গুলি করে ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।  

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির দুইটি খোসা উদ্ধার করা হয়েছে। সব রোড ট্র্যাকিং করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।