খুলনা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়দ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর বহন করবে না বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এমআরএম/আরবি