ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমোহন ও তজুমদ্দিনে জীবাণুনাশক টানেল স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ১৮, ২০২০
লালমোহন ও তজুমদ্দিনে জীবাণুনাশক টানেল স্থাপন

ভোলা: ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ৬টি স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার (১৮ মে) লালমোহন ও তজুমদ্দিনের উপজেলা পরিষদ, থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব টানেল উদ্বোধন করেন এমপি শাওন। পরে হাসপাতালের ডাক্তার, নার্স ও পুলিশের জন্য সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, প্রাধানমন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব ‘স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল’ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।  

এছাড়া সোমবার উপজেলা পরিষদ চত্বরে করোনায় কর্মহীন অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।