ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম্পানের দাপটে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১৯, ২০২০
আম্পানের দাপটে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছবি: বাংলানিউজ

বাগেরহাট: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’র কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই বন্ধ রয়েছে এর স্বাভাবিক কার্যক্রম।

এদিকে ৭ নম্বর সতকর্তা সংকেত জারি করার পর জরুরি সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এরপর আম্পান পর্যবেক্ষণে বন্দরের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বাংলানিউজকে জানান, বন্দরের নিজস্ব একটি সতর্কতা সংকেত রয়েছে। যার সর্বোচ্চ মাত্রা চার। আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর সতর্ক সংকেত জারির পর বন্দরে ৩ নম্বর সংকেত জারি করা হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত ৮ এ পৌঁছালে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৪ জারি করা হবে। বন্দরের জাহাজগুলোকে নিরাপদে থাকার জন্য বলাসহ মালামাল লোড-আনলোড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত এসব আদেশ জারি থাকবে বলেও জানান বন্দরের এ কর্মকর্তা।

বন্দরটিতে এ মুহূর্তে মেশিনারি, ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল), সার, জিপসাম, পাথর, সিরামিক ও কয়লাসহ দেশি-বিদেশি মোট ১১টি জাহাজ অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১৯, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ