ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিদ্যুতের ১৪০০ কেজি তারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২১, ২০২০
বগুড়ায় বিদ্যুতের ১৪০০ কেজি তারসহ আটক ২ তারসহ আটক আমজাদ হোসেন ও তসলিম ওরফে টুটুল। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় হাই ভোল্টেজ বিদ্যুতের এক হাজার ৪শ কেজি তারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার ইন্দুখুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

আটক দুইজন হলেন, উপজেলার বীরকেদার খা পাড়ার আমজাদ হোসেন (৫৩) ও সাকোহালী এলাকার তসলিম ওরফে টুটুল (৪২) ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার চোরাই ১৪শ কেজি তারসহ আমজাদ হোসেন ও তসলিম ওরফে টুটুলকে আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আটক ওই দুইজন দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।