ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধান মাড়াই মেশিনে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ২৬, ২০২০
ধান মাড়াই মেশিনে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে ধান মাড়াই করার মেশিনের নিচে চাপা পড়ে পিয়াস আহমেদ (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস আহমেদ উপজেলার জোনাইল চামটা গ্রামের মো. খলিল আহমেদের ছেলে।

সে জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগে পড়াশোনা করতো বলে জানা গেছে।

জোনাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, আজ সকালে ধান মাড়াই করার জন্য পিয়াসসহ আরো দুইজন
ভিটা কাজিপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চামটা বিলের ব্রিজে উঠার সময় ধান মাড়াই মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় পিয়াস।

এ অবস্থায় তাকে উদ্ধার করে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।