ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সাপের দংশনে কলেজ ছাত্রের মুত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৯, ২০২০
বরিশালে সাপের দংশনে কলেজ ছাত্রের মুত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় সাপের দংশনে শাওন চৌকিদার নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ মে) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) তার মৃত্যু হয়। নিহত শাওন উপজেলার পালরদী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও দিয়াশুর গ্রামের মালেয়েশিয়া প্রবাসী ফারুক চৌকিদারের ছেলে।

নিহতের ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় পায়চারি করার সময় শাওনকে সাপ দংশন করে। প্রথমে গ্রাম্য ওঝা দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেবাচিমে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৯, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।