শনিবার (৩০ মে) সিভিল গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৯ মে) দিনগত রাতে জেলার কোটালীপাড়া উপজেলা হাসপাতাল সূত্রে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানা গেছে।
টুটুল বর্তমানে কোটালীপাড়ার হিরণ গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বাংলানিউজকে জানান, গত ২৮ মে মিকাইল ইসলাম টুটুলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে আসা ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। টুটুল বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক তেমন কোনো অসুবিধা নেই। টুটুলের বাড়িটি লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসআরএস