পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের একটি মাথা ও দু’টি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার ( ৩০ মে) ভোরে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে মাথা ও চামড়া জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী বাংলানিউজকে জানান, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে বাদুরতলা খালের পাড় থেকে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে হরিণের একটি মাথা ও দু’টি চামড়া জব্দ করা হয়। সকালে বন বিভাগের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।