ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অর্ধেক যাত্রী নিয়ে চললেও প্লেনের ভাড়া বাড়েনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুন ১, ২০২০
অর্ধেক যাত্রী নিয়ে চললেও প্লেনের ভাড়া বাড়েনি

ঢাকা: করোনার কারণে ফ্লাইট বন্ধ হওয়ার দুই মাস ৭ দিন পর শুরু হচ্ছে আকাশপথে প্লেন চলাচল।  সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্য বিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে প্লেন চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

প্রাথমিকভাবে ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে সৈয়দপুর রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করবে।  

অর্ধেক যাত্রী নিয়ে প্লেন চলাচল করলেও কোনো এয়ারলাইন্সই ভাড়া বাড়ায়নি।

রোববার (৩১ মে) এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, যাত্রার এক দিন আগেও স্বাভাবিক সময়ের মতোই ভাড়া দেখাচ্ছে। যদিও স্বাভাবিক সময়ে এক দিন আগে টিকিট কাটলে অনেক বেশি টাকা গুনতে হতো যাত্রীদের। কিন্তু করোনার মধ্যেও অর্ধেক যাত্রী নিয়ে প্লেন চলাচল করলেও ভাড়া আগের চেয়ে অনেক কম নিচ্ছে এয়ারলাইন্সগুলো।  

বেসরকারি খাতের সবচেয়ে বড় উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রার এক দিন আগেও রোববার (৩১ মে) ১ জুনের ঢাকা-সিলেট ওয়ানওয়ে ২৬৯৯, ঢাকা-চট্টগ্রাম ওয়ানওয়ে ২৪৯৯, ঢাকা-সৈয়দপুর রুটে ওয়ানওয়ে ২৯৯৯ টাকা নিচ্ছে এয়ারলাইন্সটি। যদিও স্বাভাবিক পরিস্থিতির সময় এক দিন আগে টিকিট কাটলে সর্বনিম্ন মূল্যে টিকিট পাওয়া যেতো না। কোনো ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়েও এখন কম মূল্য নেওয়া হচ্ছে প্রতি টিকিটে।  

একই চিত্র বেসরকারি খাতের আরেক উড়োজাহাজ সংস্থা নভো এয়ারের।  ১ জুন ঢাকা-সিলেট ২৭০০, ঢাকা-চট্টগ্রাম ২৫০০ ও ঢাকা সৈয়দপুর ২৯৯৯ টাকায় একমুখী যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতির সময় এক দিন আগে টিকিট কাটলে এই সময়ের চেয়ে দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হতো।  

রাষ্ট্রয়াত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সর্বনিম্ন মূল্যে টিকিট বিক্রি করছে। ১ জুন বিমানের ঢাকা-সিলেট ৩১০০, ঢাকা-চট্টগ্রাম ৩১০০ ও ঢাকা সৈয়দপুর ৩৩০০ টাকায় একমুখী টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিংবা অ্যাপসে সেই মূল্য দেখাচ্ছে। যা স্বাভাবিক সময়ের চেয়েও অনেক ক্ষেত্রে কম। যদিও করোনা পরিস্থিতির কারণে অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে এয়ারলাইন্সগুলোকে। তারপরও বেশি ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সসমূহ।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ০১, ২০২০
টিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।