বুধবার (৩ জুন) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, চাঁদমারি, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযান প্রসঙ্গে আব্দুল মতিন খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, মাস্ক পরিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাস্ক পরা থাকলে নাকে, মুখে হাতের স্পর্শ কম হয়, মুখের সামনে কেউ হাঁচি-কাশি দিলেও মাস্ক নিরাপত্তা দেয়। ফলে করোনা সংক্রমণের আশঙ্কাও কমে। তাই সবার জন্য মাস্ক পরা জরুরি। নিজেদের নিরাপদ থাকার জন্যই এটা পরতে হবে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এমআরপি/এইচজে