বৃহস্পতিবার (৪জুন) বিকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন রঘুনাথ। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে হঠাৎ মাথা ঘুড়ে মেঝেতে পড়ে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তার করোনায় মৃত্যু হয়েছে কি না।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়িতে খবর পৌঁছানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের কাছে তার লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘন্টা, জুন ০৫, ২০২০
এসএমএকে/এমএমএস