ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা চাল জব্দ, গোডাউন সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ৮, ২০২০
চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা চাল জব্দ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সরকারি প্রকল্পের ১২৬৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। 

সোমবার (০৮ জুন) সকালে পৌর শহরের সাতগাড়ী এলাকার দুইটি গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক গোডাউন দুটিকে সিলগালা করা হয়েছে।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়িতে চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের দুইটি গোডাউন রয়েছে। গত রোববার রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকে আনলোড করা হয়। এরমধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বহ্যিক অংশে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। ’
 
সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।  

এ সময় গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে। নজরুলের কথায় অসঙ্গতি থাকায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান গোডাউন দুটি সিলগালা করে দেন।

এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।