ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুন ৯, ২০২০
নানিয়ারচরে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মো. রাসেল (২৬) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। 

সোমবার (০৮ জুন) দিনগত রাত ৯টার দিকে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার বাসিন্দা মৃত জহির আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি পাড়ার ব্যবসায়ী রাসেলের দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার ঠোঁটে বিদ্ধ হয়।

তারা আরও জানায়, ব্যবসায়ী রাসেলের বড় ভাই ও পার্শ্ববর্তী ব্যবসায়ী মো. রিপন এবং তার স্ত্রী মিলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।  

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।