ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্বাস্থ্যখাত বেহাল, মন্ত্রী-এমপি সরকারি চিকিৎসা নেন না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৫, ২০২০
‘স্বাস্থ্যখাত বেহাল, মন্ত্রী-এমপি সরকারি চিকিৎসা নেন না’

ঢাকা: স্বাস্থ্যখাতের দুরবস্থার কারণে সরকারি দলের মন্ত্রী-এমপিরা সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০২০ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

হারুনুর রশিদ বলেন, ‘এ সরকার প্রায় ১২ বছর ক্ষমতায়। আজ দেশের স্বাস্থ্যখাতের অবস্থা কী? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেই। গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠানের কিটকে পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে না। সরকারি দলের মন্ত্রী-এমপিরা অসুস্থ বা করোনায় আক্রান্ত হলে সিএমএইচ না হয় বেসরকারি হাসপতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সরকারি হাসপাতালে যেতে চান না। আজ চিকিৎসা ভারতমুখী। মানুষ চিকিৎসা নিতে ভারত যাচ্ছেন। সরকারের উন্নয়ন ব্যয় সংকোচন করে স্বাস্থ্যখাতে ব্যয় বাড়াতে হবে। ’

তিনি আরও বলেন, ‘জেলা পর্যায়ে যে করোনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল দেওয়া হচ্ছে আট থেকে ১০ দিন পর। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে বিপর্যস্ত। আল্লাহ একসঙ্গে সারা বিশ্বকে ঘিরে ফেলেছেন। এর কারণ হলো আজ যারা ক্ষমতা তারা ক্ষমতার লোভে সবকিছু ভুলে গেছে। অত্যাচার, নির্যাতন করছে। সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা আজ বিপর্যস্ত। বাংলাদেশে এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।