ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০২০
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসরাফিল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসরাফিল বাইপাইল শান্তিনগর এলাকার মো. মামুনের ছেলে ও স্থানীয় জেএল মডেল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।