ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে সৌদি মোয়াচ্ছাসা চেয়ারম্যানের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে সৌদি মোয়াচ্ছাসা চেয়ারম্যানের শোক

ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সৌদি আরবের দক্ষিণ এশীয় হাজী সেবা সংস্থা তথা মোয়াচ্ছাসা জুনুব এশিয়ার চেয়ারম্যান ড. রাফাত ইসমাঈল ইব্রাহিম বদর।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আহমেদ ফয়সাল এর মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর বলেন, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ'র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আমাদের জন্য এক ভীষণ আঘাত হিসেবে উপস্থিত হয়েছে।

 

ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর তার শোক বার্তায় আরও বলেন, আমি আমার ব্যক্তিগত, আমার সব সহকর্মী এবং আমার বোর্ডের সব শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর।

মঙ্গলবার (১৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।