মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়ানুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রাজু কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, ভিজিডির চাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে মর্মে স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত রাজুকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মঙ্গলবার দুপুরে কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহাতুল্লাকে তুলে নিয়ে ত্রাণের ১২০০ জনের তালিকায় স্বাক্ষর করিয়ে নেন ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন।
এসময় বেতবাড়িয়া গ্রামের রাজু হোসেন ইউপির একটি কক্ষে থাকা দুই বস্তা ভিজিডির চাল ছিনতাই করে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেন কাজিপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু নাতেক, বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খবির উদ্দীন
বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
আরবি/