বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এই তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল। করোনার রেড জোন চিহ্নিত এলাকাগুলো হলো, চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাহাটা ও রানীগাঁও ইউনিয়ন, আজমিরীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন, বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন এবং মাধবপুর ও চুনারুঘাট পৌরসভা।
এছাড়া আরো ৫টি ইউনিয়নকে ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। এগুলো হলো, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ, সাটিয়াজুরী ও মিরাশী, মাধবপুর উপজেলার বাঘাসুরা, লাখাই উপজেলার বামৈ এবং নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন।
রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন বাস্তবায়ন করা বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ইতোমধ্যে ওইসব স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। মারা গেছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে বানিয়াচং উপজেলায় ১২, আজমিরীগঞ্জ ১৩, হবিগঞ্জ সদর ৬২, লাখাই ২৯, চুনারুঘাট ৮২, বাহুবল ২৭, নবীগঞ্জ ২৬ ও মাধবপুর উপজেলায় ২২ জন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। বাকীদের ২৫ জন রয়েছেন সরকারি আইসোলেশন সেন্টারে এবং অন্যরা নিজ বাড়িতে।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএমএস