সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি পাবনা জেলা সদরের দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
শনিবার (২০ জুন) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাফিজুর রহমান পাবনা জেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।
শুক্রবার রাত ৮টা ২০মিনিটে তাকে পাবনা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।
‘এখন তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আজই তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। এরপরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা’, যোগ করেন রামেক হাসপাতাল উপ-পরিচালক।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসএস/এমকেআর