ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেষ ইচ্ছা পূরণ হলো না কামাল লোহানীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২০
শেষ ইচ্ছা পূরণ হলো না কামাল লোহানীর

ঢাকা: প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর শেষ ইচ্ছা ছিল মরণোত্তর দেহদান। করোনাকালে তার শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানান তার ছেলে সাগর লোহানী।

শনিবার (২০ জুন) সাগর লোহানী সাংবাদিকদের বলেন, বাবার শেষ ইচ্ছা ছিল মরণোত্তর দেহদান। যার জন্য তিনি আন্দোলনও করেছিলেন।

কিন্তু দুর্ভাগ্য আমাদের, তার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না। করোনাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, করোনায় আক্রান্ত ব্যক্তির দেহদান করা সম্ভব না।

তিনি বলেন, করোনাকাল পার হয়ে যাওয়ার পর তার দেহাবশেষ দান করার ইচ্ছা আছে আমাদের। যাতে বাবার শেষ ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পারি।

বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার খান সনতলা গ্রামে তার জন্মস্থানে স্ত্রী দীপ্তি লোহানীর কবরে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামাল লোহানী।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ২০, ২০২০
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।