ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২০, ২০২০
মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দিঘলকান্দির মনিরাপুর বাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২০) দুপুরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি বাংলানিউজকে জানান।

আটকরা হলেন- রাঙামাটি জেলার এলাবুনিয়া জান্নাত হোসেন (২৪) ও কলাবানিয়া গ্রামের আব্দুর রহিম (২২)।

 

ওসি জয়নাল আবেদীন জানান, শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে দিঘলকান্দি গ্রামে সড়কে বাঁশ ফেলে গতিরোধ করে শাহিন আলম (২৭) নামে দম্পতিকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানায় খবর দেয়। পরে অভিযান চালিয়ে মনিরাপুর বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ওই দুই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ছিনতাই হওয়া সব মালামাল। আটক দু’জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।