ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামাল লোহানীর মৃত্যুতে বি. চৌধুরীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ২০, ২০২০
কামাল লোহানীর মৃত্যুতে বি. চৌধুরীর শোক

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোকবাণীতে কামাল লোহানীকে একজন দেশপ্রেমিক উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের সাংবাদিক হিসেবে তার অবদানের কথা জাতি কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।

নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত কামাল লোহানী মারা যান। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।