বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোকবাণীতে কামাল লোহানীকে একজন দেশপ্রেমিক উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের সাংবাদিক হিসেবে তার অবদানের কথা জাতি কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।
নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত কামাল লোহানী মারা যান। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমএইচ/এমএমএস