শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল।
সেন্সাস উইংয়ের উপপরিচালক উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, জাফর আহম্মদ খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি ছিল। আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।
সারাদেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন তিনি।
কিছুদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। পরে অফিস শুরু করেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমআইএস/টিএ