ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশি সিগারেট কোম্পানির কর হার কমানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ২১, ২০২০
দেশি সিগারেট কোম্পানির কর হার কমানোর দাবি

ঢাকা: দেশি সিগারেট কোম্পানিগুলোর কর হার কমানোর দাবি জানিয়েছে দেশীয় মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে যতোগুলো সিগারেট কোম্পানি ব্যবসা করছে, তার মধ্যে ২৫টি শতভাগ দেশীয় ও দু’টি বিদেশি মালিকানাধীন।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম ও কর হারে দেশি ও বিদেশি কোম্পানিকে এক কাতারে আনা হয়েছে। দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এর ফলে দেশীয় সিগারেট শিল্প অচিরেই বন্ধ হয়ে যাবে। প্রস্তাবিত বাজেটে শতভাগ মালিকানাধীন সিগারেটের কোম্পানির জন্য কোনো সুরক্ষা দেওয়া হয়নি। এতে আমরা কোনোভাবেই লাভবান হবো না এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

প্রধানমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নিম্ন সিগারেটের মূল্য ব্যবস্থা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিদেশি কোম্পানিগুলো অনৈতিক চাপ এবং কিছু ব্যক্তির কারণে তা আজও বাস্তবায়ন হয়নি। পরবর্তী ২০১৮-২৯ অর্থবছরের বাজেটে নিম্নহার শুধু দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য সংরক্ষিত রাখার জন্য জাতীয় সংসদে অনুমোদিত হলেও, তা আজও বাস্তবায়ন হয়নি।

এ সময় সংগঠনের সভাপতি মাহামুদুল হোসেন (রানা), সহ-সভাপতি মো. ফারুক হোসেন (মিলন), সাধারণ সম্পাদক আকমল হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।