ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে গাছচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
লাখাইয়ে গাছচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় গাছচাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাছটি কাটা হচ্ছিল।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের পলাশ আহমেদ (১৯) ও তার ভাতিজা মঞ্জু মিয়া (১৮)।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে স্থানীয় বুল্লা বাজার থেকে বামৈ যাচ্ছিলেন পলাশ ও মঞ্জুসহ তিনজন। এ সময় শালদিঘা গ্রামে রাস্তার পাশে একটি রেইন ট্রি গাছ কাটছিলেন স্থানীয়রা। তখন চলন্ত মোটরসাইকেলের ওপর গাছটি পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় গিয়াস উদ্দিন (২৫) নামে অপর যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাছটি কাটা হচ্ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।