ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে করোনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০২০
গোবিন্দগঞ্জে করোনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে শ্রীবাস চক্রবর্তী (৬০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শ্রীবাস গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধের ব্যবসা করতেন। তিনি শহরের দুর্গাপুর এলাকার বাসিন্দা।  

ডা. মজিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২০ জুন ওষুধ ব্যবসায়ী শ্রীবাসের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন মঙ্গলবার দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেন।

এ নিয়ে গোবিন্দগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু হলো। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭ জন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।