ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় বসুন্ধরার পণ্যবাহী জাহাজ ডুবি, কয়েক কোটি টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২০
মেঘনায় বসুন্ধরার পণ্যবাহী জাহাজ ডুবি, কয়েক কোটি টাকার ক্ষতি

ভোলা: ভোলার মেঘনায় মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে রোকনুর-১৯ এর ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে কয়েক কোটি টাকার পণ্য ও জাহাজের ক্ষতির আশঙ্কা করছে বসুন্ধরা গ্রুপ।

বুধবার (২৪ জুন) বিকেলে মেঘনার রামগতি সেলিম বাজারের কাছাকাছি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজে থাকা ১৯৫০ মেট্রিক টন গম পানিতে ডুবে যায় এবং এমভি এসএ বাসার এর মাঝ বরাবর ফুটো হয়ে জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি এস এ বাসার এর মাস্টার মো. ইউছুপ জানান, গভীর সমুদ্রের এমভি ইএল মাটাদর মাদার ভেসেল থেকে গম নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাড়াকৃত গ্লোবাল মার্কেন্টাইল শিপিং এর এম ভি এসএ বাসার গম নিয়ে ঢাকায় আসছিল। বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী এমভি এসএ বাসার জাহাজটি রামগতির সেলিম বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে ওভার ক্রোসিং করতে গিয়ে সজোরে ধাক্কা দেয় রোকনুর-১৯। এতে এমভি এসএ বাসার এর মাঝ খানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে।
বসুন্ধরার পণ্যবাহী জাহাজকিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের জাহাজটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে। এর ফলে জাহাজে থাকা এক হাজার ৯০০ পঞ্চাশ মেট্রিক টন গম পানিতে ডুবে যায়। তাতে প্রায় ৫ কোটি টাকার পণ্য ও আট কোটি টাকার জাহাজ মিলে মোট ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বসুন্ধরা গ্রুপের পক্ষে দাবি করা হয়।  

এদিকে চট্টগ্রামের রোকনুর ১৯ এর মাস্টার এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের পক্ষে ক্ষতিপূরণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।