ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে সরকারি ওষুধসহ ফার্মেসি মালিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
লালমনিরহাটে সরকারি ওষুধসহ ফার্মেসি মালিক আটক

লালমনিরহাট: লালমনিরহাটে প্রায় অর্ধলাখ টাকার সরকারি ওষুধসহ সারাফাত আলী (৪২) নামে এক ফার্মেসির মালিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকার টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সারাফাত আলী শহরের পুরান বাজারের টাউন ফার্মেসির মালিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সাড়ে ৬ লাখ টাকার সরকারি ওষুধসহ আটক দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসি থেকে প্রায় অর্ধ লাখ টাকার ছয় ধরনের সরকারি ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক সারাফাত আলীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সরকারি ওষুধ রাখার দায়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সদর থানার ওসি মাহফুজ আলম।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।