ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে বজ্রপাতে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আক্কেলপুরে বজ্রপাতে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে শ্যালক ও ভগ্নিপতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাইকালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার দুধকুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে সাকিন হোসেন (২২) এবং আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন (১৯)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে বলেন, সাকিন হোসেন তার শ্বশুরবাড়ি চন্দ্রপাইল গ্রামে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় আলম হোসেন তার ভগ্নিপতি সাকিন হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ক্ষেতে মরিচ তুলতে যান। তখন ঝড়-বৃষ্টি শুরু হলে তারা দুইজন ক্ষেতের পাশে তালগাছের নিচে গিয়ে দাঁড়ান। সেখানে বজ্রপাতে তাদের দুইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।