রোববার (২৮ জুন) বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে নজরুল আনোয়ার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন, ত্রাণ প্রশাসন ও আইন অনুবিভাগের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বিএসটিআই কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, বিএসটিআইয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সবাইকে সেবার মানসিকতা নিয়ে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসই/আরআইএস/