সোমবার (২৯ জুন) গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলার ফাওগান এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ দূষণের দায়ে ওই এলাকায় অবস্থিত টেকরাইজ বিডি লিমিটেড নামে একটি টায়ার পাইরোলাইসিস কারখানা সিলগালা করা হয়। এছাড়া অকার্যকর তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার এবং পরিবেশ দূষণের দায়ে একই উপজেলার আনসার রোড এলাকায় চায়না লেইক ব্যাটারি (বিডি) লিমিটেড নামে অপর কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানার প্রতিপক্ষকে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার ও পরিদর্শক শেখ মোজাহীদ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরএস/আরআইএস