ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গা সেতু-১ মেরামত চলছে, রাতেই সীমিত পরিসরে চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
বুড়িগঙ্গা সেতু-১ মেরামত চলছে, রাতেই সীমিত পরিসরে চালু

ঢাকা: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানান।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আশা করছে, মঙ্গলবার (৩০ জুন) রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।

এর আগে সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। পরে এক পাশে যান চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।