ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরা ইপিজেডের ৪ চীনা নাগরিক করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
উত্তরা ইপিজেডের ৪ চীনা নাগরিক করোনা আক্রান্ত

নীলফামারী: নীলফামারীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার নতুন করে জেলার উত্তরা ইপিজেডের চারজন চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৩ জনে দাঁড়ালো।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বাংলানিউজকে জানান, নতুন পজিটিভ চার চীনা নাগরিকই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির।

 

এর আগে গত ২৯ জুন উত্তরা ইপিজেডের একজন চীনা নাগরিক ও গত ২২ জুন একই কোম্পানির ওয়ারহাউজের একজন কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তারা দু’জনই চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছেন।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, জেলায় মোট আক্রান্ত ৩৫৩ জনের মধ্যে জেলা সদরে ১১৫, জলঢাকায় ৬৮, ডিমলায় ৫১, সৈয়দপুরে ৫০, ডোমারে ৪০ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৭৫ জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন এক নারীসহ সাতজন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।