ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
কাশিমপুর কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শেখ আশরাফ আলী (৬৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (জুলাই ৪) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশরাফ আলী নড়াইলের কালিয়া থানার দুলালগাতি এলাকার মৃত আলাউদ্দিন শেখের ছেলে।

তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন। শেখ আশরাফ আলী বিডিআর আইনের মামলা নং ০৩/২০১০ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ আশরাফ আলী। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি কয়েদি নং ৩২৯৯/এ। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার মামলা রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।