সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার ভোরে কলারোয়া সীমান্তের মনিরার ঘাট এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এক ব্যক্তি।
এসময় বিজিবি তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরে ব্যাগটি থেকে সোনাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে ভারতের দিকে চলে যান। পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করা হয়। আটক ভারতীয় রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।