ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে ২৮টি ভারতীয় গরু জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
সীমান্তে ২৮টি ভারতীয় গরু জব্দ

পঞ্চগড়: কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন চক্র সক্রিয় হয়েছে। এরইমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিবচন্ডী নন্দগছ এলাকা থেকে গরুগুলো জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানায়, করোনায় মানুষ যখন দিশেহারা, ঠিক সে সময় বেড়ে গেছে গরু চুরির উপদ্রব।

তবে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চলছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদের নেতৃত্বে আট সদস্যের একটি টিম দুপুরে ওই ২৮ গরু জব্দ করে।

ওসি (তদন্ত) আবু সাঈদ বাংলানিউজকে বলেন, জব্দ গরুগুলোর বাজার মূল্য সাত লাখ টাকা হতে পারে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।