ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিয়েতনামে নিয়ে পাসপোর্ট আটকে জিম্মি করা হয় বাংলাদেশিদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ভিয়েতনামে নিয়ে পাসপোর্ট আটকে জিম্মি করা হয় বাংলাদেশিদের মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব

ঢাকা: মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে চার লাখ টাকায় পাঠানো হয় ভিয়েতনামে। সেখানে নিয়ে পাসপোর্ট আটকে করা হয় নির্যাতন। পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের পাশাপাশি ছোটখাট কাজ দেওয়া হয়। পাসপোর্ট আটকে রাখার কারণে চাইলেও দেশে ফিরতে পারতেন না ভুক্তভোগী বাংলাদেশিরা।

গত ৩ জুলাই এক বিশেষ ফ্লাইটে ভিয়েতনাম থেকে ১১ বাংলাদেশি অভিবাসী দেশে ফেরেন। এছাড়া, আরো ২৭ জন অভিবাসী ভিয়েতনামে আটক অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।

এ ঘটনা তদন্তের ধারাবাহিকতায় পল্টনের ‘মাশ ক্যারিয়ার সার্ভিস’ এবং ‘দি জেকে ওভারসিস লিমিটেড’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন—জামাল উদ্দিন ওরফে সোহাগ (৩৪), কামাল হোসেন (৩৯) ও জামাল হোসেন (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ২৫৪টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা একাধিকবার ভিয়েতনামে গিয়ে সেখানকার দালালদের সঙ্গে বৈঠক করেন। সেখানকার দালালরা জানায়, বাংলাদেশ থেকে ব্যবসায়িক উদ্যোক্তাদের ভিয়েতনামে কাজ করার সুযোগ রয়েছে। এর ভিত্তিতে আটকরা দেশের স্থানীয় দালালদের মাধ্যমে সাধারণ লোকজনকে মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে রাজি করাতেন।

আগ্রহী ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা করে নিয়ে তাদের পাসপোর্ট বানানো হয়। সেসব তথ্য ভিয়েতনামের দালালদের কাছে পাঠালে তারা বাংলাদেশের এজেন্সিগুলোতে অফার লেটার পাঠায়। এরই ধারাবাহিকতায় সকল প্রক্রিয়া শেষ করে ভিয়েতনামে পাঠানোর পর বাংলাদেশি লোকজনকে ভিয়েতনামের দালালরা এয়ারপোর্টে রিসিভ করে।

এরপর তাদের পাসপোর্ট আটকে একটি ঘরে জিম্মি করে পরিবারের কাছে অর্থ দাবি করা হয়। ভুক্তিভোগীদের কোনো স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিভিন্ন সময়ে ছোট ছোট কাজ দেয়া হয়। পাসপোর্ট আটকে থাকায় ভুক্তিভোগীরা চাইলেও দেশে ফিরতে পারেন না।

আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এজেন্সির লাইসেন্স ব্যবহার করে স্থানীয় পর্যায়ে দালাল নিয়োগের মাধ্যমে ভিয়েতনামে মানবপাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান লে. কর্নেল রকিবুল হাসান।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।