ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সংঘর্ষে দুই বাস পুকুরে, এক নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
গাজীপুরে সংঘর্ষে দুই বাস পুকুরে, এক নারী নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া এলাকায় সংঘর্ষে দুই বাস পুকুরে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন- কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার কোরবান আলীর স্ত্রী দীনা জেসমিন (৩৮)।

তিনি একটি এনজিওতে চাকরি করতেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া এলাকায় মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে বাদশা পরিবহনের যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দু’টি সড়কের দু’পাশের দুই পুকুরে পড়ে যায়। বাস দু’টির মধ্যে একটি পুকুরে ডুবে যায়। এ সময় যাত্রীরা বাস থেকে বেরিয়ে এসেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। তাদের মধ্যে দীনা জেসমিনকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ জানান, ওই দুর্ঘটনায় সকাল সাড়ে ৯টার দিকে দীনা জেসমিন নামের এক নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

** গাজীপুরে সংঘর্ষে দুই বাস পুকুরে

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।