সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এ অবরোধে বন্ধ ছিল সব যান চলাচল। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ গিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
হকার নেতা রহিম মুন্সী ও আসাদুজ্জামান জানান, তারা প্রতিদিন আন্দোলন করবেন যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয়। ঈদ পর্যন্ত রুটি রোজগারের স্বার্থেই তারা নিয়ম মেনে ফুটপাতে দোকান বসাতে চান।
তবে সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফুটপাত মানুষের হাঁটার জায়গা। এখানে বসা বেআইনি। এখানে তাদের বসতে দেওয়ার অনুমতি নেই।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
আরবি/