ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে বজ্রপাতে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
ঘাটাইলে বজ্রপাতে মাদরাসা ছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে শান্তা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শান্তা আক্তার ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।

সে ফাজিল মাদরাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় আব্দুল আলীমের ছেলে রাসেল (১৪) ও ফরহাদ মল্লিকের মেয়ে ফরিদা আক্তার (১৯) আহত হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে শান্তা এবং রাসেল বৃষ্টির সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় ফরিদা পাশে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শান্তার মৃত্যু হয়। আহত হন ফরিদা আক্তার ও রাসেল। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।