ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

সিরাজগঞ্জ: পাবনা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, রিভলবার, শটগান ও ১৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা সদরের ভাড়ারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামের মৃত রফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে মো. সিদ্দিক (৫০) ও একই উপজেলার ভাড়ারা গ্রামের মৃত আলেম খাঁর ছেলে মো. নূর আলী খাঁ (৪৫)।

র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল (১৪ জুলাই) সোয়া ৬টার দিকে ভাড়ারা গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, রিভলবার, শর্টগান, ১৫ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।