বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্লে জোন উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। এরপর তিনি প্লে জোন ঘুরে ঘুরে দেখেন।
হাই-ফাইভ প্লে জোনের অন্যতম কর্ণধার আবু জুবায়েত মো. ওয়ালিউল্লাহ বাপন জানান, শিশুদের বিনোদনের জন্য পাজল গেম, রক ক্লিম্বিং, বল পুল, ওয়াটার বেড, ইন্টারঅ্যাক্টিভ ফ্লোর ও ওয়াল গেমসসহ আধুনিক সব খেলার সরঞ্জাম রাখা হয়েছে। এখানে এসে শিশুরা অনেক আনন্দময় সময় কাটাতে পারবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস.এম. মাহবুবুল হক পাভেল, রাজশাহী রিয়েল অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, হাই-ফাইভ প্লে জোনের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম জুয়েল, অন্যতম কর্ণধার আবু জুবায়েত মো. ওয়ালিউল্লাহ বাপন ও আল মামুন রাব্বুল।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসএস/এসআই