ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
বরিশালে ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশাল: মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলায় দুই লাখেরও অধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“মুজিববর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন”- এই স্লোগানে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহাম্মেদ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধন গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।  

এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে একযোগে বরিশাল জেলার ১০টি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে দুই লক্ষ ৩ হাজার ২৫০টি বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধন গাছ রোপণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।