ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলের পুলিশ সুপার করোনায় আক্রান্ত, স্কুল শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
নড়াইলের পুলিশ সুপার করোনায় আক্রান্ত, স্কুল শিক্ষকের মৃত্যু

নড়াইল: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

নমুনা পরীক্ষার পর শনিবার (১৮ জুলাই) সকালে তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। তিনি বর্তমানে নিজের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

 

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনা পজেটিভ এলেও আমি শারীরিকভাবে সুস্থ আছি।

এদিকে, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুণ (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, চার/পাঁচদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে শিক্ষক আরিফুর ইসলাম প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৯। এর মধ্যে মারা গেছেন আটজন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।