তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিয়ে দক্ষিণ বানিয়ারী গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সঙ্গে একই গ্রামের বেলায়েত সর্দারের বিরোধ রয়েছে। এ নিয়ে শনিবার সকালে ঝগড়া হলে প্রতিপক্ষের লোকজন আফজাল ও তার নাতিকে পিটিয়ে আহত করেন।
আহত মুক্তিযোদ্ধার মেয়ে সাবিনা খানম বলেন, প্রতিবেশী বেলায়েত সর্দার আমাদের একটি জমি জোর করে ভোগ করছেন। শনিবার সকাল ৯টার দিকে আমার বাবা তার বাড়ি গিয়ে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বেলায়েত ও তার সমর্থক মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল সর্দারের নেতৃত্বে ১০/১২ জন আমার বাবাকে পিটিয়ে আহত করেন। এ সময় ঠেকাতে গেলে আমার ভাতিজা সাব্বিরকেও পিটিয়ে আহত করা হয়।
এ ব্যাপারে বেলায়েত সর্দার ও মো. নজরুল সর্দার জানান, ওই মুক্তিযোদ্ধার নাতি প্রথমে বেলায়েত সর্দারের ওপর হামলা করেন। এ ঘটনায় পরে তাকে পাঁচ/ছয়টি থাপ্পড় দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।
মাটিভাঙ্গার বানিয়ারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ওই মুক্তিযোদ্ধা ও তার নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসআই