ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অফবিট

নখ কাটার ভয়ে অজ্ঞান হওয়ার ‘নাটক’

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ১১, ২০১৯
নখ কাটার ভয়ে অজ্ঞান হওয়ার ‘নাটক’ নখ কাটার ভয়ে ‘অজ্ঞান’ কুকুর। ছবি: সংগৃহীত

কুকুরের প্রভুভক্তির খ্যাতি বিশ্বজোড়া, বুদ্ধিমত্তা নিয়েও খুব একটা সন্দেহ নেই। তবে, তাদের অভিনয় দক্ষতাও কিন্তু দেখার মতো! 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে এমনই একটি ভিডিও।  

এতে দেখা যায়, এক নারী তার পোষা কুকুরের নখ কাটার চেষ্টা করছেন।

এক হাতে কুকুরের পা ধরে উঁচু করে অন্য হাতে নেইলকাটার তুলতেই শুরু হয় আসল নাটক! ফিল্মি কায়দায় ধীরে ধীরে পড়ে যায় কুকুরটি। চোখ বড় বড় আর চার পা উঁচু করে রেখে অজ্ঞান হওয়ার দারুণ অভিনয় করতে থাকে সে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। এত নিখুঁত(!) অভিনয়ের জন্য কুকুরটিকে অস্কার দেওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।