গত সপ্তাহে নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিঙ্কন শহরে এ ঘটনা ঘটে বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফক্স নিউজের খবরে বলা হয়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ১৯ বছর বয়সী এক তরুণী নিজেদের অ্যাপার্টমেন্টে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান।
পুলিশ জানায়, ঘটনার দিন ওই তরুণী লেজার গ্যাসলাইটের সাহায্যে বেশ কিছু চিঠিতে আগুন ধরিয়ে দেন। সে সময় আরও কিছু চিঠি মেঝেতে পড়েছিল। এক পর্যায়ে জ্বলতে থাকা চিঠিগুলো মেঝেতে ফেলে রেখেই পাশের আরেক ঘরে ঘুমোতে চলে যান তিনি। এর অল্প কিছুক্ষণ পরই ছড়িয়ে পড়া আগুনের মধ্যে জেগে ওঠেন তিনি। দেখেন অ্যাপার্টমেন্টে আগুন লেগে গেছে। কার্পেট পুড়ছে।
পরে সৌভাগ্যক্রমে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ভবনের প্রায় সাড়ে তিন লাখ টাকা অর্থমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়। অগ্নিকাণ্ডে তরুণী সামান্য আহত হলেও আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এইচজে